বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা-চারঘাট আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম।
জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার জ্বর, সর্দি, কাশি নিয়ে ঢাকার এক হাসপাতালে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্তের রিপোট প্রজেটিভ আসে। তারপর থেকে নিজ বাড়িতে আছেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারপর থেকে তাঁর জন্য দোয়া চেয়েছে হাজারও দলীয় নেতাকর্মী। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলামও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩