তথ্যবিবরণী : পররাষ্ট্র মন্ত্রী ড.এ,কে. আব্দুল মোমেন তিন দিনের সরকারি সফরে শুক্রবার পাবনা হয়ে রাজশাহী আসবেন । সফরসূচি মতে মন্ত্রী শুক্রবার দুপুরে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প পরিদর্শন করবেন।
পরদিন শনিবার মন্ত্রী সকাল ১০ টায় নাটোরস্থ উত্তরা গণভবনসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। পরে তিনি রাজশাহী শহীদ জোহা’র মাজারে পুস্প স্তবক অর্পণ ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। বিকেল ুসাড়ে তিনটায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করবেন পরে তিনি কাজলা হেরিটেজ আর্কাইভস পরিদর্শন করবেন।
রবিবার মন্ত্রী সকাল নয়টায় জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করবেন। সকাল ১১ ঘটিকায় মন্ত্রী রাজশাহী কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময়র সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিনই বিকেলে ড. এ.কে. আব্দুল মোমেন ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।
9