নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৩:০২। ৯ মে, ২০২৫।

পর পর বিস্ফোরণ, সাতসকালে কেঁপে উঠল লাহোর!

মে ৮, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সাতসকালে পর পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর। প্রাণভয়ে ঘরের বাইরে স্থানীয়েরা। পাক সংবাদমাধ্যম জিও নিউজ় এবং সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে।
সাতসকালে পর পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর।

সাতসকালে পর পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর। প্রাণভয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা। পাক সংবাদমাধ্যম জিও নিউজ় এবং সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ, তা অবশ্য স্পষ্ট নয়। তবে পাকিস্তান পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ৫-৬ ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। ইতিমধ্যেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সূত্রে জানা গিয়েছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লাহারের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দগুলি শোনা যায়। ধোঁয়ার কুন্ডলী দেখা যায় অনেক দূর পর্যন্ত। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, স্থানীয়দের একাংশ বাড়ি থেকে বেরিয়ে দৌড়চ্ছেন। (যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

যে জায়গাগুলিতে বিস্ফোরণ হয়েছে বলে পাক সংবাদমাধ্যমের দাবি, তার অনতিদূরেই রয়েছে লাহোরের সেনাঘাঁটি। ইতিমধ্যেই করাচি, সিয়ালকোট এবং লাহোর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। যদিও বিস্ফোরণের ঘটনার সঙ্গে এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের ন’টি জায়গায় হামলা চালানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি।-আনন্দবাজার ডট কম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।