নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ১২:২২। ১৫ মে, ২০২৫।

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩

নভেম্বর ১৯, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। রোববার বেলুচিস্তানের কেচ জেলার হোশাব শহরে এই ঘটনা ঘটে। খবর ডনের।

কেচের জেলা প্রশাসক হুসাইন জান বালুচ বলেন, ঘটনাটি শহরের হোশাব তাহসিল এলাকায় ঘটেছে। বিস্ফোরণের সময় গাড়িতে ৩ জন যাত্রী ছিল। স্থানীয় প্যারামিলিটারিরা তাদের মরদেহ উদ্ধার করে তুরবাত হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  কাশ্মীর হামলার পর বন্দী ভারতীয় সীমান্তরক্ষীকে ফেরত দিল পাকিস্তান

বালুচ বলেন, বিস্ফোরণটি মাটিতে পুতে রাখা মাইন থেকে হতে পারে অথবা রাস্তার ধারে থাকা কোনো অত্যাধুনিক বোমা বিস্ফোরণেও হতে পারে। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিস্টি বিতরণ

পাকিস্তানের এই এলাকার আশেপাশে প্রায়শই বিভিন্ন দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গত ১৪ অক্টোবর তুরবাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৬ শ্রমিক নিহত হয়। একই মাসের শুরুতে দেশটির একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণে তাকে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।