স্টাফ রিপোর্টার: রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো বেসরকারি খাতে দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনর অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের রাজশাহী জেলা শাখা এর আয়োজন করে।
মানববন্ধন থেকে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাতেই পাটকলগুলো চালু, দুর্নীতি-লুটপাট বন্ধ করা এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- সিপিবির জেলা সভাপতি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাগিব হাসান মুন্না, গণসংহতি আন্দোলনের জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ প্রমুখ।