নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:০১। ৩১ আগস্ট, ২০২৫।

‘পাত্তা পাচ্ছেন না ট্রাম্প’, ভারতে যাচ্ছেন পুতিন

আগস্ট ৩০, ২০২৫ ১০:৫৮
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৯ আগস্ট) ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে। খবর মস্কো টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আগামী সোমবার পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের আঞ্চলিক সামিটে দেখা করবেন। ক্রেমলিনের পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইউরি উশাকভ এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ  দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই: অ্যাটর্নি জেনারেল

তিনি বলেছেন, দুই নেতা ডিসেম্বর সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা করবেন।

গত বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। প্রথম দফায় ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক থাকলেও রুশ তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর আরও ২৫ শতাংশ শুল্প আরোপ করে।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৫১৫

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে দায়ী করেছেন মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা।

তবে মার্কিন প্রশাসনের এসব হুমকি ও শুল্ক উপেক্ষা করে ভারত স্পষ্ট করে জানিয়েছে, তারা রাশিয়ার তেল কেনা চালিয়ে যাবে।

আরও পড়ুনঃ  গুমের সাথে জড়িতদের ভোটের আগেই বিচারের দাবি করলেন স্বজনরা

অন্যদিকে রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। ভারতের সঙ্গে রাশিয়া তাদের সম্পর্ক আরও জোরদার করতেই পুতিন নয়াদিল্লি যাচ্ছেন বলে খবরে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।