ঈশ্বরদী প্রতিনিধি : আজ রোববার (৩০ আগস্ট) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। এদিকে শনিবার (২৯ আগস্ট) শেষ মুহূর্তে এই আসনের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হওয়ায় নির্বাচনী আলোচনার মাঠ এখন সরগরম।
আ’লীগের মনোনয়ন প্রত্যাশি ২৮ জনের মধ্যে ঘুরে ফিরে আলোচনায় রয়েছেন ৪/৫ জন, ওদিকে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিএনপির প্রার্থী কে হতে পারে তা নিয়েও বিস্তর আলোচনা চলছে ঈশ্বরদী ও আটঘোরিয়া দুই উপজেলায়।
আ’লীগের মনোনয়ন দৌড়ে এই আসনের সাবেক এমপি ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পরিবারের সদস্যদের মধ্যে তার ছেলে গালিবুর রহমান শরীফ এখনো এই তালিকার প্রথমে রয়েছেন। পরিবারের অন্য সদস্যদের মধ্যে যারা মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশি মেয়ে মাহজেবিন শিরিন পিয়া ইতোপূর্বে উপজেলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় পাবনা জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার স্বামী ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সর্বশেষ পৌর নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে আ’লীগ মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এখনো ঈশ্বরদী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন আর সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী কামরুন্নাহার শরীফ বার্ধক্যজনিত কারণে জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী হিসেবে অন্যদের চেয়ে শারিরিকভাবে অপেক্ষাকৃত দুর্বল। পরিবারের সদস্যদের মধ্যে এসব কারণে গালিবুর রহমান শরীফ মনোনয়ন বিবেচনায় তার পরিবার ও আত্মিয়-স্বজনদের কাছে গ্রহণযোগ্য হিসেবে ইতোমধ্যে বিবেচিত হয়েছেন বলে জানান ওই পরিবারের একাধিক সদস্য। পরিবারের অন্যতম সদস্য সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিস উর রহমান শরীফ এ বিষয়ে বলেন, আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আমরা গালিবুর রহমান শরীফকেই আসন্ন উপনির্বাচনে পারিবারিকভাবে দলীয় প্রার্থী হিসেবে প্রথম পছন্দের বলে মনে করি।
এদিকে এই আসনে আ’লীগের ২৮ জন মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে গালিবুর রহমান শরীফের পাশপাশি শেষ সময়ের আলোচনায় সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নেতা ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রবিউল আলম বুদু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নজরুল ইসলাম রবি ও ব্যারিস্টার সৈয়দ আলী জিরু।
ঈশ্বরদী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা সাবেক ভূমিমন্ত্রীর পরিবারের দিকে ইঙ্গিত করে বলেন, গত ২৫ বছর একটি পরিবারের কাছে ঈশ্বরদী-আটঘোরিয়ার মানুষ জিম্মি ছিল, সময় এসেছে সেই জিম্মিদশা থেকে মুক্তির। তিনি বলেন, এই উপনির্বাচনে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম লিটনকে মনোনয়ন দিলে আ’লীগের রাজনীতি আরো বেগবান হবে। আ’লীগ সভাপতি শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারে বলে জানান তিনি।
তবে ঈশ্বরদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু বলেন, সাবেক ভূমিমন্ত্রীর পরিবার থেকে গালিবুর রহমান শরীফকে মনোনয়ন দিলে আ’লীগের রাজনৈতিক ধারাবাহিকতা বজায় থাকবে।
পাবনা সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম কৌসলী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিউল আলম বুদু ঈশ্বরদীতে দলীয় নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন তাকেই দলীয় মনোনয়ন দিলে নৌকার বিজয় নিশ্চিত হতে পারে।
উপজেলা আ’লীগের সহ সভাপতি মুরাদ আলী বলেন, উচ্চ শিক্ষিত, ভদ্র ও মার্জিত তরুণ কোন প্রার্থীকে দলীয় মনোনয়ন প্রদান করলে ঈশ্বরদীতে আ’লীগের রাজনীতি আরো সুসংগঠিত হবে।
এই উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের যে সম্ভাবনা তৈরি হয়েছে সে বিষয়ে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে কেন্দ্রীয় একাধিক নেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। তিনি পাবনা-৪ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের জন্য সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব।
এই আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনেনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবই উপনির্বাচনে প্রার্থী থাকবেন কিনা সে বিষয়ে ঈশ্বরদী ও আটঘোরিয়ার বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে ভিডিও কলে কথা বলে তারেক রহমান এই আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে পূর্বে মনোনীত প্রার্থীই বহাল থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবদুল বারী সরদার জানান, হাবিবুর রহমান হাবিব যদি প্রার্থী হিসেবে বহাল থাকেন তাহলে আ’লীগ খুব সহজে এই উপনির্বাচনে পার পাবেনা, নির্বাচনে বিএনপিরই জয় হবে।
এদিকে পাবনা-৪ আসনে আ’লীগ দলীয় সংসদ সদস্য পদের প্রার্থী হতে চেয়ে উল্লেখিত গালিবুর রহমান শরীফ, সুপ্রিম কোর্টের আইনজীবী নেতা অ্যাডভোকেট রবিউল আলম বুদু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম লিটন, ব্যরিস্টার সৈয়দ আলী জিরু ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নজরুল ইসলাম রবি ছাড়াও যারা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তারা হলেন সাবেক এমপি শামসুর রহমান শরীফ ডিলুর স্ত্রী কামরুন্নাহার শরীফ, ঈশ্বরদী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, আকরাম হোসেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী আবদুল আলীম, আটঘোরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, পাবনা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান, আক্তারুজ্জামান মুক্তা, ঈশ্বরদী পৌর আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন তুহিন, স্বাচিপ, বিএমএ ও গণজাগরণ মঞ্চের নেতা ডা. সাহেদ ইমরান, আ’লীগের সদস্য আশরাফ আলী বাবু, তাঁতী লীগের সহসভাপতি এসএম গোলাম মোস্তফা, সাবেক ছাত্রলীগ নেতা ড. এসএম কফিল উদ্দিন, আব্দুল মজিদ, ড. মুসলিমা জাহান।