নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:২৭। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

পুঠিয়ায় অসহায় ও হিন্দু সম্প্রদায়ের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অনুদান বিতরণ

সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে পুঠিয়া উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও ইউকে জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিমের উদ্যোগে প্রায় শতাধিক অসহায়, ক্যান্সার আক্রান্ত ও দরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষায় মুহাম্মদ (সা.) অনন্য আদর্শ

এ সময় লন্ডন প্রবাসী রেজাউল করিম বলেন, “বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে আছে। তারেক রহমান নিজে এসব মানুষদের খোঁজ নিচ্ছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। দুর্গাপুর-পুঠিয়ায় এ ধরনের সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে।”

আরও পড়ুনঃ  আফগানিস্তানে ফের ভূমিকম্প, ক্ষয়ক্ষতি-মৃত্যু আরও বাড়ার শঙ্কা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার সাবেক মেয়র আল মামুন, পুঠিয়া পৌর বিএনপির আহ্বায়ক আসাদুল ইসলাম, সদস্য সচিব মাজেদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  শুধুই আমাকে ভালোবাসুন : মিষ্টি জান্নাত

এ ধরনের মানবিক সহায়তা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।