নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ২:১১। ১৮ জুলাই, ২০২৫।

পুঠিয়ায় কচুরিপানা থেকে চিকিৎসকের শিশু পুত্রের লাশ উদ্ধার

জুলাই ১৬, ২০২৫ ৮:৩৬
Link Copied!

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : পুঠিয়ার বেলপুকুরিয়া থানার আগলা গ্রামের এক ডোবার কচুরিপানার ভেতর থেকে ছয় বছর বয়সী শিশু আবরারের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবরার ডা. শওকত শরীফের পুত্র।

মঙ্গলবার বিকাল থেকে শিশু আবরার নিখোঁজ ছিল। রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের সেলিমের কন্যা নাদিয়া (১২) ও মাইনুলের কন্যা সাদিয়া (১৩) আবরারকে কচুরিপানায় পাওয়া যাবে বলে জানায়। তাদের কথায় বাড়ীর পাশের ডোবার কচুরিপানায় মৃত অবস্থায় আবরারকে পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বাগমারায় জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা

পুলিশ জানায়, বিকেলে সাদিয়া ও নাদিয়া খেলার জন্য আবরারকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আবরার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে সাদিয়া ও নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে আবরারকে কচুরিপানার ভিতরে পাওয়া যাবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী মজাহারের বাড়ির পেছনের ডোবার কচুরিপানার ভিতর থেকে আবরারের লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত

রাজশাহীর বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সুমন কাদরী বলেন, এটা হত্যাকান্ড । এ ঘটনায় ওই দুই কিশোরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।