
স্টাফ রিপোর্টার পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে গর্ভের বাচ্চাসহ গরুর মাংস বিক্রয়ের অভিযোগ উঠেছে রিয়াজুল নামে এক কসাই এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।বাজার ব্যবসায়ী সূত্রে জানাযায়। এই ঘটনা তার কাছে নতুন কিছু না। সে বিগত দিনেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। এলাকার যত অসুস্থ পা ভাঙ্গা, মরা গরু সহ সে বিক্রয় করে থাকে। বিগত সরকারের সময়ে তার দাপটের কাছে স্থানীয় ও এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি। স্থানীয়রা জানান, ভোরের দিকে নামাজ গ্রাম এলাকার ফরমাল শেখ এর ছেলে কসাই রিয়াজুল শেখ মাংস বিক্রির উদ্দেশ্যে একটি গাভী গরু জবাই করে। কিছুক্ষণ পর দেখা যায়, তার গর্ভে একটি বাছুর ছিল। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রিয়াজুল তার সাথে থাকা রাজুকে দিয়ে গরু জবাইয়ের পাশেই একটি গর্ত করে সেখানে পুতে...
Developed by BDITHOST