এস এম আব্দুর রহমান,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পুঠিয়া ত্রিমহনী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যলয়ের উদ্বোধন করা হয়। এর আগে পুঠিয়া উপজেলা আ’লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা শেষে স্থানীয় আ’লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এক যোগে নৌকার পক্ষে কাজ করার প্রত্যায় ব্যক্ত করে কার্যালয়ের উদ্বোধন করে।
এ সময় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক উপদেষ্টা মনিরুল ইসলাম তাজুল, থানা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা আ’লীগ নেতা গোলাম ফারুক, পৌর মেয়র থানা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রবি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এহিয়া, বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খ,ম জাহাঙ্গীর আলম জুয়েলসহ থানা আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।