স্টাফ রির্পোটার : পুঠিয়ায় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় শিবপুর জাগীরপাড়া (কলাহাটা) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা। গ্রেফতারকৃত হলেন, নওহাটা বেতকুড়ি এলাকার সাইদার আলীর ছেলে রফিক (৩৬)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিককে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে একটি লোহার তৈরি পিস্তল (আগ্নেয়াস্ত্র)।
পিস্তলের গায়ে ইংরেজীতে খোদাই করে MADE IN U.S.A লিখা আছে। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়েছে।
শেয়ার
7