স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫।
মঙ্গলবার (০৪ আগস্ট) উপজেলার নামাজগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার দুইজন হলেন- পুঠিয়ার থান্দারপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. হাবিব (৩৭) ও দুর্গাপুর উপজেলার যোগীপাড়া গ্রামের আনসার আলীর ছেলে আজাহার আলী (২৮)।
তাদের কাছ থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাবিব ও আজাহার বিক্রির জন্য ফেনসিডিল নিয়ে অবস্থান করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে পুঠিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।