স্টাফ রিপোর্টার,পুঠিয়া : পুঠিয়া পৌরসভা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ওলিউজ্জামান এর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পুঠিয়া পৌরসভা কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসারের সময়ে পুঠিয়ার বিগত সার্বিক উন্নয়নের বিষয়ে বক্তব্য তুলে ধরেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রবি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জান, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু সাঈদ শহিদুল আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আ ন ম মনিরুল ইসলাম তাইজুল, পৌর কাউন্সিলর কামাল হোসেন, ইসমাইল হোসেন, শাহজালাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্নী নিশাত জামান, মেয়রপত্নী নূরজাহান খাতুন মিনু, পুঠিয়া পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি নজরুল ইসলাম এহিয়া প্রমুখ।