নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ১১:৪২। ২০ মে, ২০২৫।

পুত্রবধূকে পিটিয়ে ‘মৃত ভেবে’ ফেলে গেলেন শ্বশুর-শাশুড়ি

মে ১৯, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিয়াসমিন (৩২) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুর ও শাশুড়ি বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৮ মে) সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারধরের শিকার হয়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি তাঁকে ফেলে রেখে চলে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, মৃত ভেবে জিয়াসমিনকে ফেলে রেখে যান তাঁর শ্বশুর-শাশুড়ি।

আরও পড়ুনঃ  সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

আহত জিয়াসমিন ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় আতিকুল বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

প্রতিবেশীদের ভাষ্য, শ্বশুর সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আয়েশা বেগম মিলে জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ  বাঘায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত :আহতদের পাশে উএনও বাঘা

জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানাভাবে তাঁকে নির্যাতন করে আসছিলেন শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিস-বৈঠকও হয়েছে।

অভিযুক্ত দুজনই ঘটনার পর থেকে পলাতক। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ইন্টারনেটের দাম জনগণের ব্যবহার উপযোগী করতে হবে: উপদেষ্টা আসিফ

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পারিবারিক কলহজনিত। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।