স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাটাখালী থানার অভিযানে ৬শ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোসা: আসমিনা বেগম (৩০) রাজশাহী নগরীর কাটাখালী থানার দেওয়ানপাড়ার মো: জহুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৫ আগস্ট দুপুরে কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন এর সার্বিক তত্ত্বাবধানে এস আই মো: নাদিম উদ্দীন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন থানা এলাকার দেওয়ানপাড়ায় একজন গাঁজা বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ৩টায় কাটাখালী থানার দেওয়ানপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি আসমিনা বেগমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৬শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।