স্টাফ রিপোর্টার : প্রতিপাদ্য: “থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে” বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের ন্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) -এর উদ্যোগে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে আরএমপি ট্রেনিং স্কুলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা কীভাবে বুদ্ধিমত্তা, সাহস এবং নিরপেক্ষতার সাথে কাজ করবে তা এ প্রশিক্ষণে শেখানো হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তার মূল দায়িত্বে থাকবে পুলিশ, আর সহযোগী হিসেবে কাজ করবে আনসার বাহিনী।”
তিনি আরও বলেন, “যে কোনো পরিস্থিতিতে একজন পুলিশ সদস্যকে বুদ্ধিদীপ্তভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং ভোটারদের নিরাপদে ভোট প্রদান নিশ্চিত করতে হবে। নির্বাচনী সামগ্রী পরিবহনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে কাজ করতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে এবারের নির্বাচনে পুলিশ আরও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।