নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ২:০২। ২ আগস্ট, ২০২৫।

পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে ছাত্রদল

জুলাই ৩০, ২০২৫ ৩:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র অনুরোধে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘আমরা যেহেতু ছাত্র সমাবেশের কর্মসূচিটি প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি। তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার।’

আরও পড়ুনঃ  ভোটার তালিকা চূড়ান্ত হবে তফসিলের আগে : ইসি সচিব

‘তারপরও একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত-পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের ৩ আগস্টের সমাবেশটি সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত নিয়েছে।’

রাকিব বলেন, ‘একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের উদাহরণ হিসেবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনোরুপ ভোগান্তি তৈরি হয়, তবে এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি।’

আরও পড়ুনঃ  পিএসএল-এর প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯৭ কোটি রুপি দেবে পিসিবি

তিনি আরো বলেন, ‘আশা করছি, এই দিনটির তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনকে অবশ্যই তারা বিবেচনায় রাখবেন।’

এনসিপি’র নেতাদের বারবার অনুরোধের কারণে ছাত্র দল তার নির্ধারিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে বলে জানান রাকিব।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া ও জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রুয়েটে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিই বিভাগ

এর আগে, সকালে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু আরোগ্য কামরায় ছাত্র দল মিলাদ ও দোয়া মাহফিল করে।

সেখানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।