আতাহার আলী, বাঘা : রাজশাহীর বাঘা আড়ানী পৌরসভা নর্বিাচনের সময় যতই ঘনিয়ে আসছে সংরক্ষিত আসন এর নারী প্রার্থীরা ততই ব্যস্ত সময় পার করছেন । কোনভাবেই পিছিয়ে নেই পুরুষ প্রার্থীদের চেয়ে, গ্রামে গ্রামে ঘুরছেন। বাড়ী বাড়ী পৌছে দিচ্ছেন নিজেদের মার্কা।
সূত্র মতে, ২০০৬ সালের ১ জুন বাঘার আড়ানী পৌরসভার যাত্রা শুর হয়। পৌসভার প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পান তৎকালীন আড়ানি ইউনিয়ন বিএনপির সভাপতি শক্ষিক নজরুল ইসলাম । কিন্তু আইনি জটিলতায় তার দায়িত্ব বাতিল হয়। পরে উপজেলার নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়
জানা যায়, আড়ানী পৌর নির্বিাচনে সংরক্ষিত নারী আসনে ১০ জন প্রার্থী থাকলেও প্রচারনায় আছেন ০৯ জন। এর মধ্যে ১,২,৩ নং আসনে – ৩ জন। ৪,৫, ৬ নং আসনে – ৩ জন এবং ৭,৮,৯ নং এ ৩ জন প্রার্থী রয়েছেন ।
১ নং আসনের প্রার্থী – ছনিয়া বেগম ( জবা ফুল ) জানান, সকাল ছয়টায় বের হয়ে রাত নয়টায় তিনি বাড়ি ফেরেন। কখনো সাইকলের পেছনে বসে,আবার কখনো ভ্যানে,কখনো পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন । ছুটছেন গ্রাম থেকে গ্রামে। তিনি এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে চান বলে জানান। তিনি নারী শিক্ষা, নারী স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ,নারী নির্যাতনের বিষয়গুলো প্রচারনায় রেখে ভোট প্রার্থনা করছনে।
অন্যদিকে ২ নং আসনের প্রার্থী-মুক্তি ব্গেম (আনারস ), নির্বাচনী এলাকায় ছোট ছোট সভার মাধ্যমে ভোট প্রচারনা করছেন।
এছাড়া ৩নং আসেেনর প্রার্থী-ছামিউন বেগম (চশমা) বলেন, দির্ঘদিন থেকে আমি জনগনের সাথে আছি। তাছাড়া করনাকালিন সময়ে এলাকার গনমানুষের সুখে-দুঃখে তাদের পাশে থেকে উন্নয়নমুলক কাজ করছি।আমি নির্বাচিত হলে সকলের অধিকার নিশ্চিত করে সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।
ভোটার মিজানুর রহমান জানান, প্রার্থী দলীয়, বিদ্রোহী সতন্ত্র যেই হোন সৎ, যোগ্য এবং মানুষের জন্য যে কাজ করবেন এমন প্রার্থীকেই তারা ভোট দেবেন।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, আগামী ১৬ জানয়ারী আড়ানী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । পৌরসভায় নয়টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬ জন।