অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পরা মুচি সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে নগরীর ৫০ জন মুচি সম্প্রদায়ের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
উল্লেখ্য, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল দশ কেজি, ডাল এক কেজি, তেল এক কেজি, লবন এক কেজি, চিনি এক কেজি, চিড়া দুই কেজি, নুডুলস পাঁচশত গ্ৰামসহ অন্যান্য খাদ্য সামগ্রী। নগরীর বিভিন্নস্থানের ৫০ জন মুচি পরিবারকে এই খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, যুগ যুগ ধরে আমাদের পায়ের জুতা সৌন্দর্যবর্ধক করণ, মেরামত ও তৈরি করার কাজে নিয়োজিত আছে মুচি সম্প্রদায়। করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়ায় মুচি পরিবার অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছে।
সমাজের পিছিয়ে পড়া মুচি সম্প্রদায়ের কষ্টের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী এক মাসের খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন দেশে একজন মানুষও যেন ক্ষুধার্ত না থাকে। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্ৰী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চৌধুরী সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নগরীর সাহেব বাজার এলাকার মুচি শ্রী বাসুদেব জানান, ‘আমার পরিবারে আমার স্ত্রী দুই মেয়ে, দুই ছেলে ও মাসহ মোট ৭ জন সদস্য। লকডাউনের কারণে তো আগের মতো মানুষের চলাফেরা নাই। ইনকামের অবস্থা খুবই খারাপ। ইনকাম না থাকায় পরিবার নিয়ে দু’বেলা খাওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী ও ডিসি স্যার আমাগো খাদ্যসামগ্রী দিছে, আমি অনেক খুশি হয়েছি। স্যারের জন্য ভগবানের কাছে দুহাত তুলে দোয়া করি।
নগরীর লক্ষীপুর এলাকার মুচি সম্প্রদায়ের মৃত সত্যেন্দ্রর ছেলে কনাই জানান, করোনার কারণে আমাদের ইনকাম নাই বললেই চলে এভাবে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল। এই কষ্টের সময় আজকে ডিসি স্যারের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর উপহারের এক মাসের খাবার পাইছি। এই খাবার একমাস ধরে খাবো।
নগরীর বাকের মোড় এলাকার পঙ্গু মুচি নিতাই দাস বলেন, ‘আমরা নিচু জাতের বলে করোনা আসার পর থেকে আমাদের কেউ কোনো সহযোগিতা করে নাই। এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা ডিসি স্যারের হাত দিয়ে এক মাসের খাবার পাঠাইছে। ‘প্রধানমন্ত্রী মা আমাগো একমাসের খাবার দিছে’ মায়ের জন্য ভগবানের কাছে দোয়া করি।
17