নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:২৫। ২৫ আগস্ট, ২০২৫।

প্রধান কোচের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

আগস্ট ২৪, ২০২৫ ৭:২৬
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির এবারের আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। আসর শুরু হতে এখনো মাস চারেক বাকি থাকলেও এখনই পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। পিছিয়ে নেই প্রিটোরিয়া ক্যাপিটালসও। ইতোমধ্যেই সৌরভ গাঙ্গুলিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুনঃ  চাঁদাবাজমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই : মুজিবুর রহমান

এতদিন প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন জনাথন ট্রট। আসন্ন আসরের আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে এবার ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন গাঙ্গুলী। অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল ভারতের সাবেক এই অধিনায়কের।

জেএসডব্লিউ স্পোর্টসের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রিটোরিয়া ক্যাপিটালস। আগে থেকে এখানে ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গাঙ্গুলি। এবার দায়িত্ব বদলে মাঠের ক্রিকেটের সঙ্গে নিজেকে সরাসরি সম্পৃক্ত করলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন গাঙ্গুলী। তবে বেশি দিন কাজ করা হয়নি তার। দিল্লির দায়িত্ব ছেড়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ  শুধু লাভের জন্যই নয়, পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে-বিভাগীয় কমিশনার

বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়ার পর জেএসডব্লিউয়ের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ শুরু করেন গাঙ্গুলী। এবার সরাসরি কোচিংয়ে নাম লেখালেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।