নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১১:১১। ২০ আগস্ট, ২০২৫।

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

আগস্ট ২০, ২০২৫ ১:১৯
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

১৪ দিনের সফরে আগামী ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশে রওনা দেবেন। সফর শেষে ফিরবেন ৮ সেপ্টেম্বর। অফিস আদেশে বলা হয়, সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন। সিইসির সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।

আরও পড়ুনঃ  চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা

এদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত রোববার জাপানে যান সেখানকার প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম তদারকির জন্য। ২৩ আগস্ট তার দেশে ফেরার কথা।

আরও পড়ুনঃ  একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুটি মামলা

গত ১৫ জুলাই ইসি জানিয়েছিল, নয়টি দেশের ৪৮ হাজার ৮০ জন বাংলাদেশি প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

বর্তমানে ৯টি দেশের ১৬টি কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম চলছে। এগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

আরও পড়ুনঃ  তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রাজশাহী-রহনপুর রেলযোগাযোগ

২০১৯ সালে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন বিদেশে এনআইডি দেওয়ার প্রকল্প শুরু করে। বাংলাদেশি প্রবাসীদের জন্য অনলাইন নিবন্ধন প্রথম চালু হয় যুক্তরাজ্যে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।