নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৩:১৯। ৯ মে, ২০২৫।

প্রযুক্তি দিয়ে দেশ দ্রুত এগিয়ে যেতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১১, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশই তরুণ। দেশের মধ্যম বয়স ২৭, যার অর্থ জনসংখ্যার অর্ধেকের বয়স ২৭ বা তার কম।

উপদেষ্টা বলেন, ‘এ থেকে বোঝা যায়, আমরা সীমাহীন মানবশক্তি, সৃজনশীলতা ও উদ্যোগে ভরা এক দেশে পরিণত হতে যাচ্ছি। প্রযুক্তি বরণ করে নেওয়ার মধ্য দিয়ে এ দেশ দ্রুত এগিয়ে যেতে পারে।’ তিনি তরুণদের নিজের ওপর বিশ্বাস রাখতে, নতুন কিছু শিখতে এবং সৃজনশীলতার পথে চলে অন্যের জন্য কিছু করার চেষ্টা করার আহ্বান জানান।

সোমবার বিকেলে রাজশাহী শহরের স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে তারুণ্যের মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তরুণদের ডাকে সাড়া দিয়ে পুরো জাতি অর্থ লুণ্ঠনকারী ফ্যাসিবাদবিরোধী বিপ্লবে যোগ দেয় এবং নতুন এক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে। এ জাতির রন্ধ্রে রন্ধ্রে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আধুনিক জ্ঞান, উদ্ভাবন এবং সামাজিক পরিবর্তনের সকল অগ্রগতি তরুণদের হাত ধরে এসেছে এবং আসবে। পরিবর্তনশীল পৃথিবীতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তরুণেরা যে প্রতিভা, উদ্ভাবন ও সৃজনশীলতা দেখাচ্ছে, তা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে।’

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা। এর আগে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।