নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ৬:০৬। ১৬ মে, ২০২৫।

প্রাথমিকের শূন্য পদের বিপরীতে নিয়োগের দাবিতে মানববন্ধন

নভেম্বর ২২, ২০২২ ৭:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের বিপরীতে নিয়োগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর চাকরি প্রত্যাশীরা এই কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

তারা বলেন, দেশে এখন প্রাথমিক স্কুলগুলোতে ৫৮ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। মেধাবীদের মূল্যায়ন করে এই পদগুলোতে দ্রুত নিয়োগ দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে চাকরিপ্রার্থীদের মুক্তি দিতে হবে। এটি সব চাকরিপ্রার্থীরই দাবি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাকরিপ্রত্যাশী মো. মাহফুজ আলম, এনামুল হক, মো. মহিউদ্দিন, মো. আসাদুজ্জামান আসাদ, একরামুল বারী, সজীব কুমার সাহা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।