স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩০ জন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ শেষে সনদপত্র পেয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর সোয়া ২টায় আরএমপি সদর দপ্তরে এ উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রশিক্ষণ পরিচালনা করেন আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষকরা।
অনুষ্ঠানে কমিশনার বলেন, “আইসিআরসি ও রেড ক্রিসেন্ট সোসাইটির দক্ষ প্রশিক্ষকদের দেওয়া এ প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন। এটি শুধু তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নয়, বরং পেশাগত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের মতো সাড়া প্রদানকারী বাহিনীর জন্য এ জ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়।”
তিনি আরও বলেন, “সড়ক দুর্ঘটনা বা জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম পুলিশ সদস্যরা জনগণের আরও কাছাকাছি যেতে পারবে। এ ধরনের উদ্যোগের জন্য আইসিআরসিকে ধন্যবাদ জানাই।”
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) গোলাম রব্বানী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আইসিআরসি’র ইমার্জেন্সি কেয়ার প্রোগ্রাম ম্যানেজার ডা. জালিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ডা. ফারহানা আক্তার ডলি, বিডিআরসিএস-এর উপ-সহকারী পরিচালক মৃণাল কান্তি সাহাসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠান শেষে আইসিআরসির কর্মকর্তারা আরএমপি কমিশনারের হাতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ হস্তান্তর করেন।