নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৩:৪২। ১৮ জুলাই, ২০২৫।

প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ পেলেন আরএমপির ৩০ পুলিশ সদস্য

জুলাই ১৭, ২০২৫ ২:২৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩০ জন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ শেষে সনদপত্র পেয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর সোয়া ২টায় আরএমপি সদর দপ্তরে এ উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রশিক্ষণ পরিচালনা করেন আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষকরা।

আরও পড়ুনঃ  ঢাকায় এসিসির মিটিংয়ে যোগ দেবে ভারতসহ সব দেশ

অনুষ্ঠানে কমিশনার বলেন, “আইসিআরসি ও রেড ক্রিসেন্ট সোসাইটির দক্ষ প্রশিক্ষকদের দেওয়া এ প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন। এটি শুধু তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নয়, বরং পেশাগত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের মতো সাড়া প্রদানকারী বাহিনীর জন্য এ জ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়।”

আরও পড়ুনঃ  তানোরে গ্রামে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ইরানীদের হাতে নির্মিত ভাগনা মসজিদ

তিনি আরও বলেন, “সড়ক দুর্ঘটনা বা জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম পুলিশ সদস্যরা জনগণের আরও কাছাকাছি যেতে পারবে। এ ধরনের উদ্যোগের জন্য আইসিআরসিকে ধন্যবাদ জানাই।”

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) গোলাম রব্বানী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আইসিআরসি’র ইমার্জেন্সি কেয়ার প্রোগ্রাম ম্যানেজার ডা. জালিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ডা. ফারহানা আক্তার ডলি, বিডিআরসিএস-এর উপ-সহকারী পরিচালক মৃণাল কান্তি সাহাসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

আরও পড়ুনঃ  ‘দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে- রুয়েট উপাচার্য

অনুষ্ঠান শেষে আইসিআরসির কর্মকর্তারা আরএমপি কমিশনারের হাতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ হস্তান্তর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।