স্টাফ রিপোর্টার: দৈনিক সোনালী সংবাদের প্রয়াত প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুমের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ নিয়ে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাদ আসর নগরীর হজরত শাহমখদুম (র.) জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে বাদ জুমা হেতেমখাঁ কবরস্থানে তবিবুর রহমান মাসুমের কবর জিয়ারত করা হয়। এছাড়া দুপুরে নগরীর পাঠানপাড়া এলাকায় তার বাড়ি থেকে গরীব-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
হজরত শাহমখদুম (র.) জামে মসজিদে দোয়া ও মাহফিল পরিচালনা করেন মসজিদের সহকারী ইমাম হাফেজ রেজাউল করিম এবং মোয়াজ্জেম মাওলানা মোত্তালিব। এতে প্রয়াত সাংবাদিক মাসুমের আত্মীয়-স্বজন, পরিবারের সদস্য, সহকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
তবিবুর রহমান মাসুম প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সোনালী সংবাদে কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বেতারের রাজশাহী জেলা সংবাদদাতা ছিলেন।
ক্রীড়াঙ্গনের সাংবাদিক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবিবুর রহমান মাসুম সাংবাদিকতার পাশাপাশি কলেজে শিক্ষকতাও করতেন। করোনার উপসর্গ নিয়ে গত ২৮ জুন তিনি অকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।