নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৬:০০। ২৯ অক্টোবর, ২০২৫।

ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ইফতার

মার্চ ২৭, ২০২৩ ৪:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা বিদস উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আয়োজনে ০৩ রমজান ২৬ মার্চ ২০২৩ রোববার ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক জাবীদ অপু।

 

সহ-সভাপতি শহিদুল ইসলাম দুখু, সাধারণ সম্পাদক সামাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সদস্য শরিফুল ইসলাম তোতা, কবীর তুহিন, ফরিদ আক্তার পরাগ, কাবিল হোসেন, গুলবার আলী জুয়েল, সোহাগ আলী, সোহরাব হোসেন, মুক্তার হোসেন, শামিউল ইসলাম শামীম,।

 

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে বাংলাদেশ নামে স্বাধীন ভূখন্ড রচিত হয়েছে। তাঁর ডাকে দেশের সকল শ্রেণি পেশার মানুষ যুদ্ধে ঝাপিয়ে পরে দেশকে স্বাধীন করেছিলেন। এই স্বাধীনতা আনতে লক্ষ লক্ষ মানুষকে প্রান দিতে হয়েছিলো। লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রম চলে গেছে। এছাড়াও ২৫ মার্চ কাল রাতে পাক হানাদার বাহিনী দেশের সাধারণ মানুষসহ বৃদ্ধিজীবী, আইন শৃংখলা বাহিনীর সদস্য, শিক্ষক ও ছাত্রসহ সকল শ্রেণি পেশার মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিলো বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।