নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৯:৫২। ১২ অক্টোবর, ২০২৫।

ফাতিমা কে, ভুলে গেছেন আমির খান!

অক্টোবর ৮, ২০২৫ ৯:৩৬
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড তারকা আমির খান কি সত্যিই অভিনেত্রী ফাতিমা সানা শেখকে ভুলে গেছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য ঘিরে ভক্তদের মনে এমনই প্রশ্ন উঠেছে।

একসময় ‘দঙ্গল’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর ফাতিমা সানা শেখের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আমির খানের। মুম্বাইয়ে আমিরের বাড়ির নানা অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত অভিনেত্রীকে; এমনকি শুটিংয়ের ফাঁকেও দুজনকে আলাদা সময় কাটাতে দেখা যেত বলে শোনা গেছে।

আরও পড়ুনঃ  নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত

কিন্তু এই মুহূর্তে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে আছেন আমির। যদিও গৌরী আসার আগে ফাতিমার সঙ্গে অভিনেতার সম্পর্কের গুঞ্জন ছিল বেশি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিরকে প্রশ্ন করা হয়, বলিউডের নায়করা বয়সে ছোট নায়িকাদের সঙ্গে প্রেম করলে সেটাকে ‘ম্যাজিক’ বলা হয়। অথচ, উল্টোটা হলে ‘সাহসী সিদ্ধান্ত’ বলে দাগিয়ে দেওয়া হয়- কেন? এই প্রশ্নে আমির বলেন, ‘আমি বয়সে ছোট কোনো অভিনেত্রীর সঙ্গে কাজ করিনি। মনে পড়ছে না।’

আরও পড়ুনঃ  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ

তবে বাস্তব যদিও অন্য। কারিনা কাপুরের সঙ্গে একাধিক ছবি করেছেন আমির খান। বয়সের দিক থেকে কারিনা ছোট আমিরের থেকে। তবে আমিরের সঙ্গে বয়সের সবচেয়ে বেশি ব্যবধান ছিল ফাতিমা সানা শেখের। তাদের বয়সের ব্যবধান প্রায় ৩০ বছর।

আরও পড়ুনঃ  বড় পর্যায়ে যেতে হলে আত্মঅধিকারের জন্য লড়তে হবে : রাজশাহী জেলা প্রশাসক

এখন আমিরের এমন ভাব দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘অভিনেতা কি ফাতিমাকে ভুলে গেলেন?’ অনেকে আবার মনে করছেন, নতুন সম্পর্কে ঢুকে এখন ফাতিমাকে চিনতে অস্বীকার করছেন আমির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।