অনলাইন ডেস্ক : রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠসংলগ্ন ফুটপাত থেকে ড্রামভর্তি একটি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
ওসি জানান, জাতীয় ঈদগাহ মাঠের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে কে বা কারা দুটি প্লাস্টিকের ড্রাম রেখে গেছে। একটি ড্রাম খুলে ভিতরে খণ্ড-বিখণ্ড মানবদেহ পাওয়া যায়, সঙ্গে মাথাও রয়েছে।
তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।-ইত্তেফাক
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

