নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৩:০৪। ২ আগস্ট, ২০২৫।

ফেনী থেকে নিখোঁজ মা-ছেলে পুঠিয়ায় উদ্ধার; যুবক আটক

জুলাই ৩১, ২০২৫ ১:৫৯
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযানে নিখোঁজ হওয়া এক নারী ও ১১ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে র‌্যাব-৫, একটি টিম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে রাজিব আলী (৩০) নামের এক যুবককে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিখোঁজের বিষয়ে শাহানা আক্তারের ভাই মো. বেলায়েত হোসেন ২৭ জুলাই ফেনী মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২০৮৭) করেছিলন। সেই সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে র‌্যাব-৫, রাজশাহীর এসআই (নিঃ) মোঃ শাকিল আহম্মেদের নেতৃত্বে একটি টিম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে অভিযান পরিচালনা করে নিখোঁজ মা ও শিশুকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ  মিষ্টি খেতে পছন্দ করেন জয়া, তবুও থাকেন ফিট

উদ্ধারকৃতরা হলেন:- মোছাঃ শাহানা আক্তার আসমা (২৭), মোঃ সাইফুদ্দিন (১১) সালাউদ্দিনের (মালয়েশিয়া প্রবাসী) ছেলে। তাদের বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার মধ্য সুলাখালী গ্রামে। একই সময় ঘটনাস্থল থেকে মোঃ রাজিব আলী (৩০), পিতা মোঃ হাসেন আলী, সাং পূর্ব ধোপাপাড়া, থানা পুঠিয়া, জেলা রাজশাহী—কে হেফাজতে নেয় র‌্যাব। র‌্যাব উদ্ধারকৃত মা-ছেলে ও সন্দেহভাজন যুবককে পুঠিয়া থানায় হস্তান্তর করেছে।

আরও পড়ুনঃ  হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারে বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের

পুঠিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানায়, জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজিব আলী ও শাহানা আক্তারের মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে এবং সন্তানসহ পালিয়ে আসার পেছনেও সেই সম্পর্কের প্রভাব রয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।