স্টাফ রিপোর্টার : করোনা ফের বাগড়া দিচ্ছে বই উৎসবে। তাই বড় পরিসরে থাকছে না কোনো অনুষ্ঠান। তবে বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে না শিক্ষার্থীরা? এমনটি নয়; করোনার সংক্রমণ রোধে শিক্ষার্থীদের জন্য ভিন্ন আয়োজন করা হয়েছে রাজশাহীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে- ব্যাগে নতুন বই ঢুকাচ্ছেন দু’জন কর্মচারী। দেখভাল করছেন এক শিক্ষক। তারা ক্লাস অনুযায়ী বইগুলো ব্যাগের ভেতরে রাখছেন। পরে দু’জন কর্মচারী সেই বইগুলো একটি বাঁশের লাঠিতে ঝুঁলিয়ে নির্দিষ্ট ক্লাসরুমে ব্রেঞ্চের উপরে রেখে আসছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এবছরও বই উৎসবের কোনো আভাস মেলেনি। তাই হচ্ছে না বই উৎসব। তবে বছরের প্রথমদিনে বই পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একসাথে বই দিতে সমস্যা হয়। সেখানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার আশংকা বেশি থাকে। তাই আগে থেকেই গত বছরের (২০২০) মতো বইগুলো ব্যাগে ভরে রাখা হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীকে ক্লাস মোতাবেক একটি করে বইয়ের ব্যাগ দেওয়া হবে।
শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান,‘ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত দুই হাজার ৪০০ ছাত্রী। সব ছাত্রীকেই ব্যাগে করে নতুন বই দেওয়া হবে। আগে থেকেই স্কুল গেট ও ক্লাস রুমের সামনে নামের তালিকা ঝুঁলানো হয়েছে। শিক্ষার্থীরা সেই অনুযায়ী ক্লাস রুমে বসবে নতুন বইয়ের পাশে।
তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। সেই লক্ষে আমরাও কাজ করছি। ওই দিন যে শিক্ষার্থীরা বই নিতে আসতে পারবে না। তারা স্কুল খোলা থাকাকালীন যে কোনো সময় বই নিতে পারবে।
প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দিন বই উৎসব না হলেও রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঁচ লাখ ২০ হাজার ৫১৮ জন শিক্ষার্থী পর্যায়ক্রমে বই পাবে।
18