নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ২:৪৩। ১৪ মে, ২০২৫।

বগুড়া-৪ আসনে উপনির্বাচন: তানসেনের কাছে হারলেন হিরো আলম

ফেব্রুয়ারি ২, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে ১৪ দল-সমর্থিত জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ২০ হাজার ৪০৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

আরও পড়ুনঃ  ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা

কাহালুর দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা আফরোজ এবং নন্দীগ্রামের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নগর পুলিশের অভিযানে গাঁজা ও চোলাইমদ উদ্ধার; গ্রেপ্তার ২

রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে কাহালুতে পেয়েছেন ৯ হাজার ৪০ ভোট। এই উপজেলায় হিরো আলম পেয়েছেন ১১ হাজার ৫৬৪ ভোট।

আরও পড়ুনঃ  বাগমারায় স্বর্ণ ব্যবসায়ী দম্পতিকে কুপিয়ে বাসায় লুটপাট

অন্যদিকে নন্দীগ্রামে জাসদের প্রার্থী তানসেন পেয়েছেন ১১ হাজার ৩৬৫ ভোট। এই উপজেলায় একতারা প্রতীকে হিরো আলম পেয়েছেন ৮ হাজার ৭ ভোট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।