নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১২:৫৬। ১১ নভেম্বর, ২০২৫।

বড়াইগ্রামে দেয়াল চাপায় ও নদীতে ডুবে ২ নারীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৩ ১১:২৮
Link Copied!

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে একই দিনে ও সময়ে পৃথক স্থানে মাটির দেয়ালে চাপা পড়ে ও গোসল করতে গিয়ে নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা গ্রামে নিজ বাড়িতে মাটির দেয়াল ভেঙ্গে দেহের উপর পড়লে তাতে ঘটনাস্থলে মারা যায় গৃহবধূ আম্বিয়া খাতুন (৫০)। সে ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহমান প্রামাণিকের স্ত্রী। অপরদিকে একই সময় উপজেলার জোয়াড়ি ভবানীপুর স্লইস গেইট এলাকায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় গৃহবধূ উর্মি খাতুন (১৯)। তিন ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। নিহত উর্মি ওই এলাকার রাজমিস্ত্রি মিনাউল ইসলামের স্ত্রী। উর্মির ৬ মাসের এক শিশু সন্তান রয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিজ ঘরের মাটির দেয়াল লেপার সময় তা ভেঙ্গে ওই গৃহবধূর উপর পড়লে তার মৃত্যু হয়। অপর দিকে জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, অতিবৃষ্টিতে স্্েরাত থাকায় নদীতে নামার পর শাড়িতে পা আটকে গেলে সে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।