নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৯:৪৪। ১৫ মে, ২০২৫।

বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদ্বোধন

ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে কেক ও ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদ আলম, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ও খামারীরা বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে দুইজনকে কুপিয়ে জখম, একজন নিহত

প্রদর্শনীতে বিশেষ ও উন্নত জাতের বিভিন্ন গৃহপালিত পশু ও পাখি সহ ভেটেরিনারি প্রযুক্তি ও সামগ্রী ৩৯ টি স্টলে প্রদর্শন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।