নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:১৬। ১২ অক্টোবর, ২০২৫।

বড় সুখবর পেলেন সাইফ-নাসুম

অক্টোবর ৮, ২০২৫ ৯:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ব্যাটার সাইফ হাসান। বোলারদের তালিকায় ৮৭ ধাপ উন্নতি হয়েছে টাইগার স্পিনার নাসুম আহমেদের।

বুধবার টি-টোয়েন্টির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গেল সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮২ রান করেন সাইফ। এরমধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ের নায়ক হন তিনি। ফলে র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬২৪ রেটিং নিয়ে ১৮তম স্থানে উঠেছেন সাইফ। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। এ ছাড়া বাংলাদেশের হয়ে সাইফই এখন সেরা অবস্থানে আছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের হয়ে মেসি খেললেও চ্যালেঞ্জ থাকত : হামজা

সাইফের মত র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান তামিমেরও। আফগানিস্তান সিরিজে ৮৬ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন তানজিদ। ঐ ম্যাচে পারভেজ হোসেন ইমনের সাথে উদ্বোধনী জুটিতে ৭০ বলে ১০৯ রানের জুটি গড়েন তিনি। ৬ ধাপ এগিয়ে ৫৫৮ রেটিং নিয়ে ৩৭তম স্থানে আছেন তিনি।

আরও পড়ুনঃ  টাইফয়েড টিকা নিরাপদ, হালাল ও বিনামূল্যে পাওয়া যাচ্ছে : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

র‌্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার ইমনের। ৫০৪ রেটিং নিয়ে ৫৩তম স্থানে উঠেছেন তিনি। বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে ৫২৫ রেটিং নিয়ে ৪৪তম স্থানে উঠেছেন নাসুম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হন এই বাঁ-হাতি স্পিনার।

আরও পড়ুনঃ  রাশমিকার সঙ্গে বাগদানের গুঞ্জনের মাঝেই দুর্ঘটনার শিকার বিজয়

নাসুমের সাথে উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ৯ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। ৬৪১ রেটিং নিয়ে ১২তম স্থানেই আছেন পেসার মুস্তাফিজুর রহমান। যা বাংলাদেশের পক্ষে সেরা অবস্থান। বর্তমানে টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার ভারতের অভিষেক শর্মা, সেরা বোলার ভারতের বরুণ চক্রবর্তী এবং সেরা অলরাউন্ডার পাকিস্তানের সাইম আইয়ুব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।