নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:০৭। ২৩ অক্টোবর, ২০২৫।

বর্ণাঢ্য আয়োজনে ১৩তম চাঁপাই উৎসব অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৬:৪৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ১৩তম চাঁপাই উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মিরপুর-১৪ এর পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সকালে ১৩তম চাঁপাই উৎসবের উদ্বোধন, সমিতির সাধারণ সভা, কার্যনির্বাহী কমিটির সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দুপুরে মধ্যহ্নভোজ, বিকেলে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান ও গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।