নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৮:৫৪। ৭ জুলাই, ২০২৫।

বলিউডে ফেরার বিষয়ে যা বললেন সেলিনা জেটলি

জুলাই ৬, ২০২৫ ৯:২১
Link Copied!

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে আবারও বলিউডে ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। সংসার ও সন্তানকে সময় দিতে গিয়ে ফিল্মি দুনিয়া থেকে দূরে থাকলেও, অভিনয়ের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি।

আর এবার তার প্রত্যাবর্তনের খবরে সরগরম পুরো বলিউড পাড়া, বিশেষ করে নেটদুনিয়ায় এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সেলিনার কামব্যাক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কবে কোন ছবিতে দেখা যাবে তাকে? কার বিপরীতে তিনি অভিনয় করবেন? – এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

আরও পড়ুনঃ  রাষ্ট্র গঠনের সুযোগ হেলায় হারানো যাবে না: আলী রীয়াজ

যদিও এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও মেলেনি, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেলিনার একটি পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। একজন অনুরাগী সরাসরি প্রশ্ন করেছিলেন, ‘কবে আপনাকে পর্দায় দেখা যাবে?’ উত্তরে সেলিনা লেখেন, ‘খুব তাড়াতাড়ি।’এরপর থেকেই তার প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মব সৃষ্টি করে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বলিউডে ফেরার বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে সেলিনা জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে বিদেশে আছি, তাই বিস্তারিত কথা বলা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই সাংবাদিক সম্মেলন করে সবটা জানাবো।’ তার এই মন্তব্যে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

উল্লেখ্য, এক দশক আগে বড়পর্দায় ‘থ্যাংক ইউ’ নামের একটি রোম্যান্টিক কমেডি ছবিতে অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ২০২০ সালে ‘সিজনস গ্রিটিংস’-এ তাকে শেষবারের মতো দর্শক দেখেছেন। এবার কোন নতুন চরিত্রে ধরা দেবেন এই অভিনেত্রী, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।