নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:১৪। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

বাংলাদেশকে হারিয়ে হুঙ্কার ছুড়লেন পাকিস্তান অধিনায়ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৫:৩৯
Link Copied!

অনলাইন ডেস্ক : জয়ের জন্য লক্ষ্যটা ১৩৬। দুবাইয়ে পাকিস্তানের বোলিংয়ের সামনে এমন টার্গেট অগ্নিপরীক্ষা হওয়ার কথা না। এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কে কাকে ছাড়াবেন সে প্রতিযোগিতায় নামলেন। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে।

আরও পড়ুনঃ  চলচ্চিত্রে ফিরছেন পপি, তবে নায়িকা হিসেবে নয়

১১ রানের জয়ে ভারতের পর এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এর মধ্য দিয়ে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী ২৮ সেপ্টেম্বর হবে শিরোপার লড়াই।

চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আগের দুই ম্যাচেই ভারতের কাছে একপেশেভাবে পরাস্ত হয়েছে পাকিস্তান। কিন্তু ফাইনালে উঠেই ফুরফুরে মেজাজে ম্যান ইন গ্রিনরা।

আরও পড়ুনঃ  টঙ্গীতে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

বাংলাদেশের বিপক্ষে জয়ের পরই পাকিস্তান অধিনায়ক সালমন আলি আগা হুঙ্কার দিয়ে রাখলেন, যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে তারা। বাংলাদেশের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর বলছেন, “এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। তবে আমরা সেটা সামলে নেব।”

আরও পড়ুনঃ  ‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

টুর্নামেন্টে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সালমান আলি আগার বক্তব্য, “আমরা খুবই উত্তেজিত। জানি ভারতকে হারাতে কী কী করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যে কোনো দলকে হারাতে পারি। রোববারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করব।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।