নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৮:৫৬। ১৪ মে, ২০২৫।

বাংলাদেশের লক্ষ্য সোনা জয়

আগস্ট ১৯, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ আসন্ন এশিয়ান গেমসের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মূলত দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে ভারত। একই পথে হাঁটবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। হাবিবুল বাশার জানালেন, সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপের দলকে ভিত্তি করেই এশিয়ান গেমসের স্কোয়াড গঠন করা হবে।

বিসিবির এই নির্বাচক বলেন, ‘এশিয়ান গেমসে এখন আর বয়সের বাধা নেই, উঠিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা সেখানেই থাকার চেষ্টা করছি। তুলনামূলক তরুণ ক্রিকেটার নিয়েই দল করার চেষ্টা করেছি। ইমার্জিং দলেও আপনারা দেখেছেন, হয়তো কিছু ক্রিকেটার ছিল অভিজ্ঞ। তবে তাদের কারোরই বয়স খুব বেশি নয়, দু-একজন ছাড়া। এশিয়ান গেমসও আমরা সেভাবে করার চেষ্টা করেছি।’

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

এই তরুণরাই বাংলাদেশকে সোনা এনে দেবে আশা বাশারের, ‘আমাদের যারা খেলে আসছে, আমাদের ভবিষ্যৎ, বর্তমানে ভালো করছে—এমন ক্রিকেটারদের নিয়েই দলটা গড়া হয়েছে। কারণ, মাথায় তো একটা বিষয় ছিলোই যে এশিয়ান গেমসে ভালো করতে চাই। এর আগে আমরা গোল্ড জিতেছিলাম। সেটার পুনরাবৃত্তি করতে পারলে খুব ভালো লাগবে।’

আরও পড়ুনঃ  ভারতে আসছে না মেসির আর্জেন্টিনা!

সবশেষ ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করেছিলেন সাইফ হাসান। এশিয়ান গেমসেও সাইফ হতে পারেন বাংলাদেশের অধিনায়ক। বাশারের ভাষায়, ‘সবশেষ ইমার্জিংয়ে সাইফ হাসান অধিনায়ক ছিলেন। এখনো আমরা (এশিয়ান গেমসের অধিনায়ক) ঠিক করিনি। তবে তার সম্ভাবনা বেশি। সাইফ হাসান ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার আছে, যাদের অধিনায়কত্ব দেওয়া যেতে পারে। সেটা আমরা ঠিক করিনি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।