অনলাইন ডেস্ক : চলতি মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ২০, ২২ এবং ২৪ জুলাই মাঠে গড়াবে সিরিজের তিন টি-টোয়েন্টি ম্যাচ। আর এই সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
প্রথম টি-টোয়েন্টিতে দায়িত্বে থাকবেন দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল এবং মোর্শেদ আলী খান। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল। ৪র্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে মাসুদুর রহমান মুকুলের সাথে থাকবেন তানভীর আহমেদ। এ ছাড়া তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ার।
২৪ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ডে গাজী সোহেলের সঙ্গী হবেন মাসুদুর রহমান মুকুল। ৩য় আম্পায়ার হিসেবে দেখা যাবে মোর্শেদ আলী খানকে। ৪র্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ।
সিরিজের তিন ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে দেখা যাবে নিয়ামুর রশিদ রাহুলকে।