নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১:৫০। ২৩ মে, ২০২৫।

বাংলাদেশ সিরিজে ডাক পেয়েই বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার

মে ২২, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : একটা বিশ্বরেকর্ড করে ফেলেছিলেন আগেই। সেই সুবাদেই ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সাহিবজাদা ফারহান বোধকরি এমন এক দিনকেই বেছে নিয়েছিলেন আরেকটা বিশ্বরেকর্ড করবেন বলে। পিএসএলের প্রথম কোয়ালিফায়ারে তার দল ইসলামাবাদ যখন ধুঁকছে, তখন তিনি খেললেন দারুণ এক ইনিংস।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বুধবারের ১ম কোয়ালিফায়ারে ইসলামাবাদের টার্গেট ছিল ২১০ রানের। বড় স্কোর তাড়া করতে গিয়ে দলকে ১০ ওভারেই ১০০ রানের পুঁজি এনে দেন সাহিবজাদা ফারহান। নিজে করেছেন ৩৫ বলে ৫২ রান। আর সেটাই তাকে নিয়ে বিশ্বরেকর্ডের কাছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ঝড়ে দেয়াল ভেঙ্গে শিশুর মৃত্যু

এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে কম ইনিংসে ১০০০ টি-টোয়েন্টি রানের বিশ্বরেকর্ড সাহিবজাদা ফারহানের। ২০২৫ সালে এসে মাত্র ১৮ ইনিংসেই হাজার রান পূরণ করেছেন পাকিস্তানি এই ব্যাটার। বিশ্বরেকর্ডটা অবশ্য ভাগ করে নিতে হচ্ছে সাহিবজাদাকে। তবে যার সঙ্গে ভাগ করছেন, তার নামটাও ক্রিকেটে কিংবদন্তির পর্যায়েই। ২০১৬ সালে নিজের ফর্মের চূড়ায় দাঁড়িয়ে ১৮ ইনিংসেই টি-টোয়েন্টিতে ১ হাজার রান করেছিলেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে দ্রুততম হাজার রান
১৮ ইনিংস – বিরাট কোহলি (২০১৬ )
১৮ ইনিংস – সাহিবজাদা ফারহান (২০২৫)
২০ ইনিংস – মোহাম্মদ রিজওয়ান (২০২১)

আরও পড়ুনঃ  গোয়ালকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদী গ্রেফতার

অবশ্য, বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে সাহিবজাদা নিজের দলকে জেতাতে পারেননি। কোয়েটার দেয়া ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইসলামাবাদ অলআউট হয়েছে ১৭৯ রানে। ৩০ রানে হারের পর তারা এখন অপেক্ষা করছে ২য় কোয়ালিফায়ার খেলার জন্যে। করাচি এবং লাহোরের আজকের ম্যাচের বিজয়ী দল হবে তাদের প্রতিপক্ষ। আর গতকাল জেতার পর কোয়েটা সরাসরি চলে গেছে ফাইনালে।

এর আগে গত ১৫ এপ্রিল এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেন সাহিবজাদা ফারহান। মাত্র ৯ ইনিংসের ব্যবধানেই ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তিনি। যে রেকর্ডে নাম আছে ক্রিস গেইল, বিরাট কোহলি, জশ বাটলার, শুভমান গিলদেরও। তবে সাহিবজাদা ৪র্থ সেঞ্চুরি তুলে নেন বাকিদের তুলনায় অনেক কম ম্যাচ খেলেই।

আরও পড়ুনঃ  দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে: আমীর খসরু

এবারের পিএসএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান। ১১ ম্যাচে তার রান ৪৪৬। সামনেই বাংলাদেশ সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। আগুন ঝরানো ফর্মে থাকা এই ব্যাটারকে বাংলাদেশের বোলিং বিভাগ কীভাবে সামাল দেয়, সেটাও দেখার বিষয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।