নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:১৭। ১৫ জুন, ২০২৫।

বাইকের সিটকভার ও ইঞ্জিনে লুকানো ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার

জুন ৪, ২০২৫ ৪:৩৪
Link Copied!

সজল মাহমুদ,সিনিয়র স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার বাগমারা থানার মাছমইল এলাকায়  মঙ্গলবার বেলা ৩ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) । পাচারকারীরা মোটরসাইকেলের সিটকভার ও ইঞ্জিনের ভেতরে অভিনব কৌশলে ফেন্সিডিল লুকিয়ে পাচারের চেষ্টা করছিল।

আরও পড়ুনঃ  বিগ ব্যাশের ড্রাফটে নাম লেখালেন চার পাকিস্তানি, বাংলাদেশের কজন?

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: ১. মো: কাসেদ আলী (৩২), পিতা: বজলু আলী, সাং: তেলকুপি, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। ২. মো: মেনাজুল ইসলাম (২৮), পিতা: মো: এরফান আলী, সাং: দিলালপুর, শাহবাজপুর, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

আরও পড়ুনঃ  রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৫৪

অভিযানের সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার সিটকভার ও ইঞ্জিন কভারের ভিতরে ফেন্সিডিল গুলো লুকিয়ে রাখা ছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ  আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে : গোলাম পরওয়ার

বাগমারা থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে। এ ধরনের চতুর মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযানকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।