নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ২:২৩। ১৫ অক্টোবর, ২০২৫।

বাগমারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অক্টোবর ১৩, ২০২৫ ৫:৩১
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন পালিত হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১ টায় ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়েছে।

আরও পড়ুনঃ  জে-৩০ টেনিস টুর্নামেন্ট : বালক এককে জারিফ আবরার ও বালিকা এককে ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব

র‍্যালি শেষে ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমানের দিকনির্দেশনায় সামনে অগ্নিনির্বাপক মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস কর্মীরা। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে অগ্নি নির্বাপক মহড়াও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আফগানিস্তান-পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান সৌদি-কাতারের

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ড.মুহাম্মদ আব্দুল মুমীত, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।