নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৯:৩৯। ৯ সেপ্টেম্বর, ২০২৫।

বাগমারায় খাদ্যগুদামের সেই উপপরিদর্শক বাচ্চু সাময়িক বরখাস্ত

সেপ্টেম্বর ৫, ২০২৫ ৫:০৪
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল মজুত করার অভিযোগে ভবানীগঞ্জ খাদ্যগুদামের উপপরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য নিয়ন্ত্রকের দফতরে সংযুক্ত করা হয়েছে। রাজশাহীর আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন স্বাক্ষর করা আলাদা দুইটি চিঠিতে শুক্রবার এই আদেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ আগস্ট) বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দফতরের কারিগরি পরিদর্শক সিহাবুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে গুদামে নিম্নমানের চাল দেখতে পেয়েছেন। তিনি দাবি করেন, বরখাস্ত হওয়া উপপরিদর্শক বাচ্চু মিয়া গুদাম থেকে ভালো মানের চাল অন্যত্র সরিয়ে নিম্নমানের চাল ঢুকিয়েছেন। এটা অনিয়ম। এর প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সান্তাহার খাদ্য গুদামের পরিদর্শক মকদুবুল হক বিশ্বাসকে ভবানীগঞ্জ খাদ্যগুদামে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিক্ষোভে উত্তাল নেপাল, ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে ছাত্র-জনতা

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে একদল কর্মকর্তা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামগুলোতে অভিযান চালান। পাশাপাশি থাকা তিনটি গুদামেই অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা চালের বস্তা ছিদ্র করে দুর্গন্ধ পচা ও নিম্নমানের চাল দেখতে পান। এভাবে কয়েকশ বস্তা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের চাল পান। পরে গুদাম তিনটি থেকে চার বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করেন এবং গুদাম তিনটি সিলগালা করে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকার পাশাপাশি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ  সালমান শাহের সিনেমায় আসাটা ‘হঠাৎ’, শুরুতে অমত ছিল পরিবারের

জানা যায়, সম্প্রতি চালগুলো দুস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়া হয়। সেখানে চালগুলো পচা, দুর্গন্ধ ও নিম্নমানের বলে দেখা যায়। গুদামে থাকা চালগুলোও সুবিধাভোগীদের জন্য মজুদ করা হয়েছিল।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক ১

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুবিধাভোগী দুস্থ নারীদের এসব পচা দুর্গন্ধ ও নিম্নমানের চাল দেওয়া হচ্ছিল। খাদ্য গুদামে এসে এর সত্যতা পেয়েছেন। উপজেলা খাদ্য ও নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন বলেন, এসব সংগ্রহ করার দায়িত্বে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা থাকেন।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বাচ্চু মিয়ার বদলি ও সাময়িক বরখাস্তের বিষয় নিশ্চিত করে জানান, এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।