নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ১২:০০। ২২ আগস্ট, ২০২৫।

বাগমারায় জুলাই আন্দোলনে শহীদ রায়হানের কবর জিয়ারত

আগস্ট ২২, ২০২৫ ২:১০
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় শহীদ আলি রায়হানের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার (২১ আগস্ট) সাক্ষাৎ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন রাজশাহী ৪( বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী।

আরও পড়ুনঃ  কাল রাজশাহী সফরে আসছেন প্রধান নির্বাচন কমিশনার

উল্লেখ্য যে, আলী রায়হান জুলাই আন্দোলনে ৫ আগস্ট রাজশাহী তে গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট ইন্তেকাল করেন তিনি। শহীদ আলি রায়হান বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তার গ্রামের বাড়ি বাগমারার তাহেরপুর বাজারের পাশে।

আরও পড়ুনঃ  ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আমির মাস্টার কামরুজ্জামান হারুন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবাণীগঞ্জ পৌরসভার আমির মোঃ আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌরসভার আমির অধ্যাপক সহিদুজ্জামান মীর সহ জামায়াতের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।