হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তন এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারা দেশের ন্যায় একযোগে রাজশাহীর বাগমারায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয় উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, যোগিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি সুফলভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবাই শপথ বাক্য পাঠ করেন।