হেলাল উদ্দীন, বাগমারা : বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন বাগমারা উপজেলা শাখার আয়োজনে দীক্ষা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১১সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে দীক্ষা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক রিনা ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা গার্ল গাইড এসোসিয়েশন এর স্থানীয় কমিশনার প্রধান শিক্ষক নাজমা খাতুন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার ড.আব্দুল মমীত, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল ইসলাম, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন রাজশাহীর প্রশিক্ষক তানজিমা বিনতে হান্নান প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।