নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:২৩। ১২ অক্টোবর, ২০২৫।

বাগমারায় সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু

অক্টোবর ৮, ২০২৫ ১১:১৩
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় জামায়াতের কর্মী মামুনুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেলে উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নে গণসংযোগে যাওয়ার সময় দ্বীপপুর ইউনিয়নে ধান বোঝাই ভ্যানের ধাক্কা এবং চাপায় বাসুপাড়া ইউনিয়নে আমির সহ অত্র ইউনিয়নের মামুনুর রশিদ নামের একজন কর্মী গুরুতর আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে জামায়াতের কর্মী মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানে সেনাবাহিনীকে লক্ষ্য করে অ্যামবুশ হামলা, নিহত ১১ সেনা

দুর্ঘটনায় আহত ইউনিয়ন আমির বর্তমান সুস্থ রয়েছেন। নিহত ওই জামায়াত কর্মীর বাড়ি বাসুপাড়া ইউনিয়নের হলুদঘর গ্রামে। তিনি স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ছিলেন। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

এদিকে রাতেই নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী। জামায়াত কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করতে বলেন। এ সময় তার সাথে জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।