নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ১২:২০। ১৫ মে, ২০২৫।

বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান এর যোগদান

মে ৭, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোহাম্মদ মেহেদী হাসান। বুধবার উপজেলা ভূমি অফিসে যোগদান করেন তিনি।

গত ২৯ এপ্রিল সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন বদলী হওয়ায় শূন্য হয়ে পড়ে সহকারি কমিশনারের পদ।

আরও পড়ুনঃ  মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নতুন সহকারি কমিশনার না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহৎ উপজেলার দায়িত্বে একজন অফিসার হওয়ার কারণেই দ্রুত সময়ের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) পেল উপজেলা ভূমি অফিস।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোহাম্মদ মেহেদী হাসান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে প্রথম যোগদান করেন । পরবর্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

সেখান থেকে মোহাম্মদ মেহেদী হাসান সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বাগমারায় যোগদান করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাগমারা তৃতীয় উপজেলা বলে জানান সদ্য যোগদানকৃত কর্মকর্তা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এর গ্রামের বাসা বরিশালের মুলাদী উপজেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।