হেলাল উদ্দীন, বাগমারা : “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাগমারা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিএম জিয়াউর রহমান জিয়া সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা কলম সৈনিক, সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীই সত্য তুলে ধরে। নির্বাচনকালীন সময়সহ সবসময় আপনাদের পরামর্শ আমার জন্য পথনির্দেশক হবে। আমি মানুষ, ভুল হলে সংশোধনের সুযোগ দিবেন।”
তিনি আরও বলেন, “আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে বিজয় দেন, তবে সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের মতামতের ভিত্তিতে বাগমারার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো।”
কৃষি নির্ভর বাগমারার উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পেঁয়াজ, আলু, পানসহ কৃষিপণ্য সংরক্ষণের জন্য সরকারি প্রণোদনা ব্যবস্থার দিকে নজর দেওয়া হবে। মধ্যস্বত্বভোগীরা যাতে লাভবান হতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
বাগমারার নদী, খাল, বিলের পানি প্রবাহ সচল রাখার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের নদীগুলোর পানি প্রবাহ সচল রাখার কথা বলেছেন। বাগমারায়ও পানি প্রবাহ ঠিক রাখতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, উপজেলা তাঁতিদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব জাকিরুল রশীদ, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুলসহ আরও অনেকে।
